আবারও আসছে টানা ৩ দিনের ছুটি
ফাইল ছবি
চলতি অক্টোবরের শুরুতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী, এরপর ৩ ও ৪ অক্টোবর ছিল সাপ্তাহিক বন্ধ—ফলে তৈরি হয় চার দিনের লম্বা ছুটির পর্ব।
তবে বছরের শেষ নাগাদ আরও একবার টানা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ডিসেম্বর মাসে দুটি সাধারণ ছুটি রয়েছে—বিজয় দিবস ও বড়দিন।
বিজয় দিবস পড়েছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন পড়েছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এর মধ্যে বড়দিনের ছুটির পরদিনই শুক্রবার এবং পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ডিসেম্বরের শেষ সপ্তাহে চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।
এদিকে চলতি মাসের বাকি সময়ে এবং নভেম্বরে সরকারি ছুটি নেই। অর্থাৎ বছরের শেষ দীর্ঘ ছুটি আসছে বড়দিন উপলক্ষে, যা দিয়ে শেষ হবে ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য