প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

২৪ অক্টোবর ২০২৫, ২:২৯:৩৫

এবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর তৎসংলগ্ন দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অনুকূল পরিবেশে লঘুচাপ পরবর্তীতে আরও শক্তি সঞ্চয় করে একটি সাধারণ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এর প্রভাবে আগামী ২৭ অক্টোবর থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উপকূলীয় এলাকার জেলেদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরেও জেলেদের উদ্দেশ্যে আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ- ‘সর্বশেষ আবহাওয়ার আপডেট না জেনে কেউ যেন সাগরে না যান।’

পরিস্থিতির উন্নয়ন ও ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ সম্পর্কে পরবর্তী বুলেটিনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য