শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ণ

শুরু থেকেই জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করছে: রুমিন ফারহানা

২৪ অক্টোবর, ২০২৫ ২:০৭:১০
ফাইল ছবি

জামায়াত ইসলামী শুরু থেকেই জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, ঐকমত্য কমিশনের আলোচনায় নিম্ন কক্ষে পিআর এজেন্ডাটিই ছিল না। জামায়াত যখন দেখলো, ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাচ্ছে না, তখন তারা পিআর নিম্ন কক্ষে হবে এই আলোচনা আনল। তারা বলল নিম্ন কক্ষে না হলে ভোটেই যাব না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, জামায়াতের এই যে ব্ল্যাকমেইলিং, কিছু হলে আমরা ভোটে যাব না, নির্বাচন বর্জন করব— এগুলো হচ্ছে অন্য রাজনৈতিক দল ও সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের মধ্য দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা। শুরু থেকেই জামায়াত জটিলতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশে এর আগে ৩টি গণভোট হয়েছে।

সবগুলোতে হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দিতে হয়েছে। জুলাই সনদের ৮৪টি ধারার মধ্যে ৫/১০টি ধারায়ে বিএনপির নোট অব ডিসেন্ট আছে। বাকি ৫/১০টি ধারায় জামায়াতের নোট অব ডিসেন্ট আছে। একেক ধারায় একেক দলের নোট অব ডিসেন্ট আছে।

এগুলোসহ সরকার কি ১১ কোটি ভোটারকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন ফিট করেছে? ১১ কোটি ভোটারের তথ্য গ্র্যাপস করার কি এবিলিটি আছে, নোট অব ডিসেন্টসহ ৮৪টি ধারা বুঝে-শুনে ভোট দেওয়ার? তাহলে তো ৮৪টি ধারার ক্ষেত্রেই হ্যাঁ বা না রাখতে হবে। যদিও সেই সুযোগ নেই। তারপরেও বিএনপি একটি এডজাস্টমেন্টে আসার জন্য বলেছে, যে দল যেখানে নোট অব ডিসেন্ট দিয়েছে, সেটাসহ গণভোটে যাবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD