শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ

খাদে উল্টে পড়ল বাস, চাপা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

২৪ অক্টোবর, ২০২৫ ১০:৩৫:৫২
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথে সড়কের পাশে থাকা খাদে উল্টে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ গেছে দুইজনের। সম্পর্কে তারা মা-মেয়ে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার-সংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কর্মকর্তা। সপরিবারে তিনি ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ঘুরতে আসছিলেন।

জয়কলস হাইওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গুয়ার হাওরে ঘোরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ১১ উচ্চপদস্ত কর্মকর্তা পরিবারের ৪১ জন সদস্যকে নিয়ে সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে করে  সুনামগঞ্জে আসছিলেন। বাসটি ভোরে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার-সংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশের খাদে পড়ে উল্টে যায়।

এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন এবং ১৫ জন যাত্রী আহত হন।

ঘটনার পরপরই বাস ফেলে পালিয়ে গেছে বাসটির চালক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা।

ঘটনাস্থলের পাশের বাঘেরকোনা গ্রামের বাসিন্দা গণমাধ্যমকর্মী কুহিনূর রহমান নাহিদ বলেন, ভোরে দুর্ঘটনার শব্দ শুনে আমরা এগিয়ে দেখি পর্যটকবাহী একটি বাস সড়কের পাশের খাদে উল্টে পড়ে আছে। সঙ্গে সঙ্গে বিষয়টি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। আমাদের ধারণা চালক হয়তো ঘুমের ঘোরে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। না হয় কোনো যানবাহনকে অতিক্রম করতে গিয়ে সরু সড়কের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। 

নিহত মনজুরা আক্তারের স্বামী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ঢাকা থেকে সিলেট পর্যন্ত তারা নিরাপদে আসেন। সুনামগঞ্জ -সিলেট সড়কের তেমুখি পয়েন্ট বাসের চালককে আধা ঘণ্টা বিশ্রামের সুযোগ দেওয়া হয়। কিন্তু দুর্ঘটনাস্থলের কাছে এসে হঠাৎ করে তাদের বাসটি এলোমেলোভাবে চলার এক পর্যায়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায় এবং বাসের নিচে পড়ে তার স্ত্রী ও মেয়ে নিহত হয়। আমাদের ধারণা হয়তো বাসের চালকের চোখে ঘুম এসেছিল। কারণ, কোনো যানবাহনের সঙ্গে বাসের ধাক্কা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঘটনার পরই চালক বাস ফেলে পালিয়ে গেছে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসের নিচ থেকে দুইজনের মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়েছে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মন্তোষ মল্লিক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া পর্যটকবাহী বাসের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD