বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ণ

জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া আমিন

২২ অক্টোবর, ২০২৫ ১১:২৬:১৯
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ব্যাপারে সাধারণত আলোচনা-সমালোচনায় দেখা যায় না নগরবাউল খ্যাত ফারুক মাহফুজ আনাম জেমসকে। বছরের প্রায় সময়ই গান ও কনসার্ট নিয়েই ব্যস্ততায় থাকেন তিনি। কখনো সমসাময়িক ইস্যুতে হুটহাট মন্তব্য করতেও দেখা যায় না তাকে। এবার হঠাৎ করেই বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে এনেছেন এ তারকা।

ব্যক্তিজীবনের এ খবর প্রকাশ্যে আসার পরই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় তারকাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। নতুন জীবনের জন্যও শুভ কামনা জানাচ্ছেন তারা। একইসঙ্গে অনেকেই জানতে চাচ্ছেন―গায়ক জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন?

বুধবার (২২ অক্টোবর) বিকেলে দেশীয় সংগীতের জনপ্রিয় এই রকস্টারের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন একটি সংবাদমাধ্যমকে বলেন, জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আনাম। তার বাবার নাম নুরুল আমিন ও মা নাহিদ আমিন। দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তারা। মা-বাবার সঙ্গে সেখানেই বেড়ে উঠেছেন নামিয়া। একজন নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে তার।

জেমসের ম্যানেজার বলেন, ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে পরিচয় হয় জেমস ও নামিয়ার। তখন যুক্তরাষ্ট্র ট্যুর চলছিল গায়কের। সেখান থেকেই পরিচয় দু’জনের। ট্যুর শেষে বাংলাদেশে ফেরেন তারকা। এর কিছুদিন পর নামিয়াও বাংলাদেশে আসেন। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পরে ২০২৪ সালের ১২ জুন বিয়ে হয় তাদের। এরপর থেকে নগরবাউলের রাজধানীর বনানীর বাসায় বসবাস করছেন।

রুবাইয়াৎ ঠাকুর রবিনের ভাষ্যমতে―চলতি বছরই এই দম্পতির কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। গত ৮ জুন নিউইয়র্কের হান্টিংটং হসপিটালে পুত্রসন্তান জিবরান আনামের জন্ম দেন নামিয়া।

এদিকে জীবনের এই নতুন অধ্যায় সম্পর্কে জেমস বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান করে যেতে পারি। সবার কাছে দোয়া চাই। আমাকে প্রার্থনায় রাখবেন আপনারা।

প্রসঙ্গত, এর আগে আরও দু’বার বিয়ে করেছিলেন জেমস। তার প্রথম স্ত্রী অভিনেত্রী রথি। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর বিয়ে করেন বেনজীর সাজ্জাদকে। ২০০০ সালে পরিচয় হয় তাদের। তারা যুক্তরাষ্ট্র গিয়ে বিয়ে করেছিলেন। সেটিও বিচ্ছেদে গড়ায় ২০১৪ সালে। তবে প্রথম সংসারে একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে জেমসের।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad