প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

গণভোট না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জামায়াত

২২ অক্টোবর ২০২৫, ৯:৪৯:৪৬

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির তাহের হোসেন সাংবাদিকদের জানান, বিএনপি গণভোটে রাজি হলেও নির্বাচনের দিনেই জটিলতা তৈরি করছে। তিনি বলেন, “মৌলিক বিষয় হলো গণভোট, যা জাতীয় নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। বিএনপি গণভোট চায়নি, জনগণের চাপে রাজি হয়েছে। তবে প্যাঁচ লাগিয়ে রেখেছে। জামায়াত চায় নভেম্বরের শেষে গণভোট অনুষ্ঠিত হোক, যাতে পরে জাতীয় নির্বাচনের জন্য যথেষ্ট সময় থাকে।”

তাহের আরও বলেন, নির্বাচনের দিন গণভোট হলে আইনগত জটিলতা তৈরি হবে। তিনি উল্লেখ করেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। দেশের কল্যাণের জন্য কিছু অতিরিক্ত খরচ হলেও গণভোট আগে করা ছাড়া উপায় নেই।”

প্রশাসনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য প্রয়োজনীয় রদবদলের আহ্বান জানালে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। তাহের বলেন, “প্রশাসন ও পুলিশের মধ্যে ৭০ শতাংশ লোক একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করে, এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।”

তিনি আরও জানান, জুলাই সনদের আইনি ভিত্তি এবং ওই সনদের মাধ্যমে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। সরকারের নির্বাহী আদেশে সনদের সাংবিধানিক ভিত্তি প্রদানের বিষয়টিও আলোচনায় এসেছে।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তিনি বলেন, “এ বিষয়ে সরাসরি আলোচনা না হলেও জামায়াত মনে করে, এই সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করতে পারে।”

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad