পাঠাও-এর ১০ বছর উদযাপন আরও বড় হলো পার্টনার অফারের সঙ্গে!

২২ অক্টোবর ২০২৫, ৩:৪৪:৫৪

ছবি: সংগৃহীত

পাঠাও-এর ১০ম বার্ষিকী উদযাপন, ‘10 Years of Growing with You’, দেশের কোটি কোটি মানুষকে আনন্দিত করছে। এই দশ বছরের যাত্রা উদযাপন করছে প্রযুক্তি ও কমিউনিটির সংযোগের মাধ্যমে।

৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনটি পাঠাও-এর ২০১৫ সালের ভিশন থেকে শুরু করে বাংলাদেশে প্রথম সুপার অ্যাপ হওয়া পর্যন্ত যাত্রার স্বীকৃতি, যা ইউজার, রাইডার, মার্চেন্ট ও পার্টনারদের একত্রিত করেছে একটি ডিজিটাল ইকোসিস্টেমে।

উদযাপনের অংশ হিসেবে পাঠাও চালু করেছে আইফোন ১৭ প্রো ম্যাক্স গিভঅ্যাওয়ে, যা চলবে ৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিটি বাইক রাইড, কার রাইড, ইন্টারসিটি কার রাইড বা ফুড অর্ডার-এর মাধ্যমে ইউজাররা ১টি করে পয়েন্ট পাবেন, যা তাদের গ্র্যান্ড প্রাইজ জেতার সম্ভাবনা বাড়াবে।

এছাড়া শুরু হয়েছে ট্রেজার হান্ট, যেখানে Oraimo থেকে আছে মোট ৫,০০,০০০ টাকার পুরস্কার। ইতোমধ্যে, হাজারো ইউজাররা ইন-অ্যাপে হিন্ট সমাধান করে খুঁজে পেয়েছেন হিডেন পুরস্কার। পাশাপাশি ১৫ অক্টোবর থেকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন শুরু হয়েছে।

উদযাপনকে আরও আকর্ষণীয় করতে, পাঠাও-এর ৯টি টপ পার্টনার, ইউজারদের জন্য ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত নিয়ে এসেছে আকর্ষণীয় অফার-

১। Banglalink: পাঠাও ইউজারদের জন্য স্পেশাল ডাটা প্যাক, পাশাপাশি Orange Club সদস্যদের জন্য স্বাস্থ্যসেবায় ৪০% পর্যন্ত ডিসকাউন্ট। ২। Courtside: সকল কেনাকাটায় ১০% ইন-স্টোর ডিসকাউন্ট। ৩। Mana Bay: পাঠাও ইউজারদের জন্য আছে এক্সক্লুসিভ Buy 1 Get 1 অফার! অফারটি পেতে পাঠাও অ্যাপ দেখাতে হবে টিকেট কাউন্টারে। ৪। Motion View: সকল প্রোডাক্টে ১৫% ফ্ল্যাট ডিসকাউন্ট। প্রোমো কোড ‘pathao10’ ব্যবহার করে অনলাইন কেনাকাটায়, অথবা পাঠাও অ্যাপ দেখিয়ে অফলাইন স্টোর থেকেও ডিসকাউন্ট পাওয়া যাবে। ৫। ShareTrip: ২০,০০০ টাকার বেশি ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিংয়ে ২,০০০ টাকা ডিসকাউন্ট! অ্যাপ বা ওয়েবসাইটে বুকিং করার সময় প্রোমো কোড ‘PATHAO10’ ব্যবহার করুন। ৬। Shwapno: অনলাইন কেনাকাটায় ১০% ছাড় (সর্বোচ্চ ৫০০ টাকা) । প্রোমো কোড: ‘shwapnopathao’. ৭। Sumash Tech: ১০% ডিসকাউন্ট (সর্বোচ্চ ৬০০ টাকা) প্রোমো কোড ‘ST10SAVE’ ব্যবহার করে অনলাইন কেনাকাটায়, অথবা পাঠাও অ্যাপ দেখিয়ে অফলাইন স্টোর থেকেও ডিসকাউন্ট পাওয়া যাবে। ৮ ও ৯। Robi এবং Skitto-ও যুক্ত হয়েছে এই উদযাপনে।

পাঠাও-এর জনপ্রিয় “দশে ১০ Quiz” ইউজারদের জন্য আনন্দ ও পুরস্কার নিয়ে এসেছে, যেখানে পার্টিসিপেন্টস পাবেন সর্বমোট ১ লক্ষ টাকা পর্যন্ত সমমূল্যের পুরস্কার। এছাড়া Wish পাঠাও দেশের বিভিন্ন জায়গায় ১০টি ইউজার ও ১০টি পাঠাও হিরোর ইচ্ছা পূরণ করছে। উইশ পাঠানো যাবে সোশ্যাল মিডিয়া, কুরিয়ার হাব বা ইন-অ্যাপ কার্ডের মাধ্যমে। বিজয়ীদের নাম ঘোষণা হবে Wish Fulfillment Ceremony-তে। ক্যাম্পেইনজুড়ে পাঠাও ইউজাররা উপভোগ করতে পারবেন বাইক, কার, ফুড ও ইন্টারসিটি রাইডে সর্বমোট ১,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, সাথে পাঠাও পে-এর মাধ্যমে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

‘10 Years of Growing with You’ উদযাপন করে এক দশকের সংযোগ ও সমৃদ্ধির গল্প, এবং পাঠাও-কে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad