বিএনপির নতুন যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক কাঠামোয় এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে এবার বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে অবগত করা হলো।”
দলীয় সূত্রে জানা গেছে, কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক যোগাযোগে তার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই পদে তাকে আনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদোন্নতি বিএনপির আন্তর্জাতিক কার্যক্রমে নতুন গতি আনবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য