
ম্যাচ হেরে ক্যাচ মিসের আক্ষেপ মিরাজের কণ্ঠে

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের প্রথম সুপার ওভারের অভিজ্ঞতা মোটেও সুখকর হলো না। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৯ রানে থেমেছে স্বাগতিকরা, ফলে ১ রানে হার মানতে হলো মিরাজ বাহিনীকে।
এমন রুদ্ধশ্বাস হারের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সুপার ওভারকে ‘নতুন অভিজ্ঞতা’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার জন্য শেষ বলে নুরুল হাসান সোহানের ক্যাচ মিসের আক্ষেপ প্রকাশ করেছেন।
ম্যাচ শেষে প্রেজেন্টেশনে মিরাজ বলেন,‘এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা (সুপার ওভার)। ছেলেরা ভালো খেলেছে। মুস্তাফিজ অনেক ভালো বোলিং করেছে, জিতলে আমরা অনেক খুশি হতাম।’ তবে তিনি স্বীকার করেন, মিরপুরের এই কন্ডিশনে ব্যাট করা সহজ নয়। তবে দলের তরুণ তারকা রিশাদ হোসেনের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি যোগ করেন,‘রিশাদ খুবই ভালো ব্যাটিং করেছে এবং গুরুত্বপূর্ণ রান তুলেছে। সে সবসময় আত্মবিশ্বাস নিয়ে খেলে।’
এদিন আগে ব্যাট করে বাংলাদেশ ২১৩ রান সংগ্রহ করে। জয়ের পথে থাকা ওয়েস্ট ইন্ডিজকে শেষ ওভারে ৫ রানের সমীকরণে আটকে দেন সাইফ হাসান। অধিনায়ক তার ওপর আস্থা রেখে শেষ ওভারের বল তুলে দেন এবং সাইফও তার আস্থার প্রতিদান দেন। তবে শেষ বলে ক্যারিবিয়ান ব্যাটার পিয়েরের ক্যাচটি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান তালুবন্দি করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটি টাই হয়ে যায় এবং জয় ফসকে যায় বাংলাদেশের হাত থেকে।
শেষ ওভারের বোলিং পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন,‘আমাদের হাতে খুব বেশি অপশন ছিল না। আমরা চিন্তা করেছিলাম, আমরা যদি একটা উইকেট নিতে পারি তাহলে খেলায় থাকব।’
শেষ বলে জয় হাতছাড়া হওয়া প্রসঙ্গে আক্ষেপ করে তিনি বলেন,‘যদি ক্যাচটা নিতে পারতাম (শেষ বলে) তাহলে আমরা জিততাম। এখন আমরা পরের ম্যাচের দিকে নজর দিচ্ছি।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য