প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত

২০ অক্টোবর ২০২৫, ১১:৫০:৩১

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব খেলার মাঠে “ইউআইটিএস আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অদ্য ২০ অক্টোবর ২০২৫ খ্রি. সোমবার সকাল ১১:৩০ টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক জনাব মোহাম্মদ আলী হোসেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। যে সকল শিক্ষার্থী আজকের এই টুর্নামেন্টে বিভিন্ন কলেজকে প্রতিনিধিত্ব করছে তারা একদিন ইউআইটিএসকে প্রতিনিধিত্ব করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি অংশগ্রহণকারী প্রতিটি কলেজের প্রতিনিধি ও খেলোয়াড়দের স্বাগত ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক জনাব শোভিত বিকাশ বরুয়া ও পিএইচপি ফ্যামিলির সদস্য জনাব মোহাম্মদ নুমায়ের আমির মিজান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম. শরীফ, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমিটির আহ্বায়ক ও ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মোফাজ্জল হোসেন-সহ সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উক্ত টুর্নামেন্টে সারা দেশের মোট ৩২টি কলেজ অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নকআউট ভিত্তিতে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এই চার ধাপে। টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার পর আগামী ২৩ অক্টোবর ২০২৫ তারিখে গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের পরিসমাপ্তি ঘটবে। রানার্স-আপ দল পাবে ৫০,০০০ টাকা এবং বিজয়ী দল পাবে ১,০০,০০০ টাকা প্রাইজমানি।

অনুষ্ঠানের সভাপতি অংশগ্রহণকারী প্রতিটি কলেজের প্রতিনিধি ও খেলোয়াড়দের স্বাগত ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানটি আয়োজন ও সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং রাজউক উত্তরা মডেল কলেজ মুখোমুখি হয়। উদ্বোধনী ম্যাচে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ রাজউক উত্তরা মডেল কলেজকে পেনাল্টি শুট-আউটে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে। এই ম্যাচে “ম্যান অব দ্যা ম্যাচ” নির্বাচিত হন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের গোলরক্ষক আজমাইন। একই দিনে আরও ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ বনাম বিসিআইসি কলেজ, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ বনাম গুলশান কমার্স কলেজ, এ কে এম রহমতউল্লাহ ইউনিভার্সিটি কলেজ বনাম আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, নৌবাহিনী কলেজ, ঢাকা বনাম বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ, আইডিয়াল কলেজ, ধানমন্ডি বনাম নটর ডেম কলেজ, ঢাকা, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ বনাম শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ মুখোমুখি হয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad