
আস-সুন্নাহ ফাউন্ডেশনের কুরআন প্রতিযোগিতায় পুরস্কার পেলেন ১১৭ জন

আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত বছরব্যাপী কুরআন পাঠ ও প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হয়েছেন ১১৭ জন। শনিবার (১৮ অক্টোবর) আস-সুন্নাহ ফাউন্ডেশনের অডিটোরিয়ামে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠানে কুরআন পাঠ ও প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে ১৫ লাখ টাকার পুরস্কার প্রদান করা হয়।
কুরআন পাঠ ও প্রতিযোগিতাকে কেন্দ্র করে ২০২৪ সালকে আস-সুন্নাহ ফাউন্ডেশন ‘কুরআন বর্ষ’ ঘোষণা করেছিল। এই বর্ষে সারাদেশের নানা শ্রেণি-পেশার মানুষ কুরআন পাঠে নিমগ্ন হয়। ৫ ধাপের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন লক্ষাধিক মানুষ। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও প্রকৌশলী, চিকিৎসক, বুয়েট-ঢাবিসহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ খেটে খাওয়া সাধারণ মানুষও ছিলেন।
বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী তিনজন আগামী নভেম্বরেই ওমরায় যাওয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেন- দক্ষিণ বারিধারার এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী কে এম ইউসুফ নূর, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ফাহিম আশরাফ ও রাজশাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন আফসানা মিম।
এছাড়াও কুরআন পাঠ ও প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনজন নারী। তারা হলেন- ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী সুমাইয়া, গৃহিণী উম্মে মারয়াম ও সায়মা আক্তার তিন্নি। তাদের প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা সমমূল্যের পারিবারিক লাইব্রেরি।
এদিকে তৃতীয় স্থান অর্জন করেছেন ছয়জন। তারা হলেন- বুয়েটের লেকচারার শেখ আজিজুল হাকিম, মাদরাসা শিক্ষার্থী মুয়াজ মুহাম্মাদ আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন, ডাক্তার লিওজা আরা তোহফা, গৃহিণী নিগার সুলতানা ও নুরানী শিক্ষক মো. ইবরাহিম। তারা প্রত্যেকে একটি করে ট্যাব পেয়েছেন। এছাড়া ১০৫ জন প্রতিযোগী চতুর্থ স্থান অর্জন করেছেন। তাদের প্রত্যেককে এক হাজার টাকা মূল্যমানের রকমারি গিফট ভাউচার দেয়া হয়েছে।
লক্ষণীয় বিষয় হলো, দ্বিতীয় স্থান অর্জনকারী ৩ জনই নারী। এছাড়াও উত্তীর্ণদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি। এর মাধ্যমে প্রমাণিত হয়, দীনি চেতনা লালন ও জ্ঞানচর্চায় নারীরা পুরুষদের থেকে পিছিয়ে নেই।
এদিন অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধান অতিথি ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রত্যেক মুসলমানের উচিত দিনের একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিন কুরআন তিলাওয়াত ও অনুধাবন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা। আমরা যদি কুরআনকে বুঝে জীবন গড়তে পারি, তবেই সমাজ ও পরিবার থেকে অশান্তি, অনৈতিকতা দূর হবে।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমাদ। তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি আগ্রহ ও অনুরাগ বাড়াতে চাই। কুরআনের আলোয় আলোকিত এই প্রজন্মই একদিন নৈতিক সমাজ গঠনে নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।’
এছাড়াও অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। জমকালো এ আয়োজনে অন্যদের মধ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও প্রতিযোগিতা পরিচালনা টিম ও কুরআনপ্রেমী শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওমরাহ বিজয়ী ফাহিম আশরাফ কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এদিন তার পক্ষ থেকে ওমরাহর পুরস্কার গ্রহণ করেছেন তার বাবা। এ সময় তার পরিবারের সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সবাই ফাহিম আশরাফের মাগফেরাতের জন্য দোয়া করেন এবং শায়খ আহমাদুল্লাহ তার শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য