ডেঙ্গুতে প্রাণ হারানো ছেলের শোকে মায়েরও মৃত্যু

ফাইল ছবি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাহেবপাড়া গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর পর মায়ের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। মায়ের এমন মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান।
মৃতরা হলেন- সাহেবপাড়ার বাসিন্দা আনছার আলীর ছোট ছেলে আব্দুল আওয়াল (৪১)। তিনি কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। তার রেহেলা বেগম (৬৯)।
স্বজনরা জানান, আব্দুল আওয়াল কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সোয়া ২টার দিকে মারা যান তিনি। সকালে আওয়ালের লাশ গ্রামের বাড়িতে নিলে, ছেলের মৃত্যুর শোকে মা রেহেলা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
মৃত্যুকালে আওয়াল এক মেয়ে ও এক ছেলে সন্তান রেখে গেছেন। তিনি স্থানীয় বাজারে ওষুধের দোকান করতেন। চার ভাইয়ের মধ্যে আওয়াল ছিলেন সবার ছোট।
আওয়ালের বড় ভাই মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ছোট ভাইয়ের মৃতদেহ বাড়ির আঙিনায় আসলে মা কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আর মায়ের চেতনা ফেরেনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য