মঙ্গলবার ২১ অক্টোবর, ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ

পকেটে টেকনো মোবাইল বিস্ফোরণ, দগ্ধ যুবক

১৯ অক্টোবর, ২০২৫ ১০:৩১:২৫
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম সদরে পকেটে থাকা টেকনো মোবাইল বিস্ফোরণ হয়ে এক যুবক দগ্ধ হয়েছে। বিস্ফোরিত মোবাইলের মডেল ‘টেকনো স্পার্ক ৪০ প্রো।’ ঘটনার শিকার হন পলাশ ইসলাম। সঙ্গে ছিলেন তার বড় ভাই মাহমুদুন্নবী মারুফ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সদর উপজেলার ভোগডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, তারা ব্যক্তিগত কাজে ভোগডাঙ্গা যাচ্ছিলেন। চলন্ত অবস্থায় মাহমুদুন্নবীর পকেটে থাকা Tecno Spark 40 Pro মডেলের মোবাইল ফোনটি হঠাৎ অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়। কিছুক্ষণ পরই হঠাৎ বিকট শব্দে ফোনটি বিস্ফোরিত হয়। এবং পলাশ ইসলামের গায়ে আগুনের ছিটে লাগলে তার উরুতে আঘাত ও দগ্ধে হয়।

পলাশ জানান, ফোনটা পকেটে রেখেছিলাম, হঠাৎ গরম হয়ে যায়। ভাবছিলাম স্বাভাবিক ব্যাপার, কিন্তু কিছুক্ষণ পরই ‘টেকনো স্পার্ক ৪০ প্রো’ ফোনটি বিস্ফোরণ হয়। এবং আমার উরুতে আগুনের ছিটে লাগে।

স্থানীয়রা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং এ ধরনের মোবাইল ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ জানুয়ারি ভোলায় তানভীর হোসেন নামের এক যুবক প্রাইভেট পড়ে বাইকে বাসায় ফেরার পথে প্যান্টের পকেটে থাকা Infinix Hot 50 Pro Plus মোবাইল বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যুবকের শরীরে অনেক অংশ পুড়ে যায়। এবং ১৭ ফেব্রুয়ারি রাজধানীর সায়েদাবাদে শাহাদাত নামের এক যুবকের পকেটে থাকা এডিসন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সিম্ফনি মোবাইল বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয়ে হাতের আঙ্গুল ও পায়ের কিছু অংশ পুড়ে যায়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad