প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

সাকিবের পর টি-টেন লিগে দল পেলেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার

১৮ অক্টোবর ২০২৫, ১০:১৪:৫১

ছবি: সংগৃহীত

আগামী ১৮-৩০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে আবুধাবি টি-টেন লিগ। আট দলের এই টুর্নামেন্টে ড্রাফটের কয়েকদিন আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। আসন্ন আসরে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবের পর একই টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার- সাইফ হাসান ও নাহিদ রানা।

শনিবার (১৮ অক্টোবর) টুর্নামেন্টের নবম আসরকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। যেখানে বাংলাদেশের হয়ে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে ভালো খেলা টপ-অর্ডার ব্যাটার সাইফকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজি লিগটির দল অ্যাসপিন স্ট্যালিয়ন্স। আর গতি দিয়ে ব্যাটারদের নাজেহাল করে ছাড়া টাইগার গতিদানব পেসার খেলবেন ভিস্তা রাইডার্সের হয়ে।

টুর্নামেন্টের নবম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে খেলা খেলা ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারির্সের সঙ্গে যোগ দিচ্ছে তারা। তবে বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স থাকছে না এবারের আসরে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad