স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই বিভাগের আয়োজনে ‘AI and IoT Revolution’ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত ‘AI and IoT Revolution: Driving Innovation Beyond Boundaries’ শীর্ষক হাতে-কলমে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইন্টারনেট অব থিংস (আইওটি) বিষয়ে বাস্তব দক্ষতা অর্জন ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করা।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার। তিনি তার বক্তৃতায় উন্নয়নশীল দেশের অর্থনীতিতে এআই ও আইওটি প্রযুক্তির সম্ভাবনা ও প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ড. তুষার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংস কোনো ভবিষ্যতের ধারণা নয়, বরং আজকের যুগের অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি। এই প্রযুক্তিগুলির সঠিক প্রয়োগ কৃষি, স্বাস্থ্য, পরিবহন ও শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. নওজিয়া ইয়াসমিন, প্রো ভাইস চ্যান্সেলর, এবং ড. আহমেদ হুসাইন, রেজিস্ট্রার, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদেরকে বর্তমান শিল্পবিপ্লবের সঙ্গে সঙ্গতি রেখে প্রযুক্তি-ভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গবেষণা, উদ্ভাবন ও বাস্তব প্রশিক্ষণের সমন্বয়ে তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রায়োগিক সেশনে আইওটি ডিভাইস সংযোজন, রিয়েল-টাইম ডেটা মনিটরিং, এবং এআই অ্যালগরিদমের ব্যবহারিক প্রয়োগ নিয়ে হাতে-কলমে কাজ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডঃ শারমিন পারভীন এবং সম্মানিত অতিথি ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ পিন্টু চন্দ্র শীল। উভয়েই মূল বক্তা এবং অনুষ্ঠানের সঙ্গে জড়িত সকল সদস্যকে ধন্যবাদ জানান।
শিক্ষার্থীরা জানিয়েছেন, এই কর্মশালাটি তাদের বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























মন্তব্য