প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
ছবি: সংগৃহীত
আজ ১৭ অক্টোবর। দিনটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’ হিসেবে। ২০১৮ সাল থেকে এই দিনটির যাত্রা শুরু হয়েছে। প্রতিবছর বিশ্বব্যাপী দিনটি পালিত হয়, যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্তব্য ও পোস্ট শেয়ার করেন। সম্পর্ক ভাঙলে যেমন কষ্ট হয়, তেমনই থেকে যায় অনেক অভিমান ও অপূর্ণতা। এই দিনটি মানুষকে শেখায়—অতীতকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো পথ।
সম্পর্ক যতই খারাপভাবে শেষ হোক না কেন, দিনের শেষে সব মানুষই শান্তি চায়। আর সেই শান্তি আসে ক্ষমার মধ্য দিয়েই। বিশেষজ্ঞদের মতে, পুরোনো ক্ষোভ ও রাগ মনের ওপর চাপ ফেলে। তাই সময় এসেছে সেই অনুভূতিগুলোকে বিদায় জানানোর।
আজকের দিনে অনেকেই তাঁদের প্রাক্তন সঙ্গীদের উদ্দেশ্যে ছোট একটি বার্তা পাঠান, কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লিখেন মনের কথা। কেউ হয়তো চুপচাপ মনে মনে ক্ষমা করে দেন, আরেকজন খুঁজে নেন নিজের ভুলও।
এই দিবসটি যদিও সরকারি বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তবে মানুষের মনের অনুভূতির সঙ্গে এটি জড়িয়ে আছে গভীরভাবে। সোশ্যাল মিডিয়ায় দিনটি নিয়ে নানা ধরনের পোস্ট, গল্প ও আবেগঘন বার্তা ভেসে বেড়াচ্ছে।
আজ হয়তো সেই দিন, যেদিন আপনি কাউকে মনে মনে বলবেন ‘তোমায় ক্ষমা করলাম। ভালো থেকো।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য