
সাংবাদিক এসে বলছে— আপনার নামে বিচার আছে: রিপন মিয়া

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া ২০১৬ সালে দ্রুতই নেটিজেনদের মাঝে পরিচিত মুখ হয়ে উঠেন। তবে সম্প্রতি পরিবার ও ভরণপোষণ সংক্রান্ত একটি গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে তীব্র বিতর্কের মুখে পড়েন এই ইউটিউবার। এ মুহূর্তে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো কথা বলেছেন রিপন মিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুরো বিষয়টি আসলে একটি ভুল বোঝাবুঝি। তিনি বুঝতে পারছেন না, কোথা থেকে কীভাবে বিতর্কের শুরু হয়।
রিপন মিয়া বলেন, মূলত কোত্থেকে কী হয়েছে আমি বুঝিনি বিষয়টি। আগে মনে হয়েছে, আব্বা-আম্মার কাছে গেছে, তারপর আমাদের বাড়িতে গেছে। আমি বাড়িতে ছিলাম না, আমি বাজারে ছিলাম। এরপর সাংবাদিক এসে বলছে— আপনার নামে বিচার আছে।
নিজের শিক্ষাগত যোগ্যতা কম হওয়ায় তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ নন বলেও জানান এ কনটেন্ট ক্রিয়েটর। রিপন মিয়া বলেন, আমার তো এমনি লেখাপড়া নেই। আমি ইন্টারভিউ দিই না কোনো জায়গায়। কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, এটি আমি বলতে পারি না দেখেই মূলত আমি ইন্টারভিউ দিই না।
বাবা-মায়ের ভরণপোষণ প্রসঙ্গে রিপন মিয়া বলেন, গ্রামের মানুষ কিন্তু সহজ-সরল। একজন কানপড়া দিলে আরেকজন সহ্য করতে পারে না। দশজনে দশ কথা বললে একটা মানুষের মন এমনি নষ্ট হয়ে যায়। আবেগের কারণে আম্মা এগুলো বলেছে।
তিনি বলেন, ঘর বানাচ্ছি, ঘরে তো আমি আর একা থাকব না, আব্বা-আম্মাকে নিয়েই থাকব। আমরা এখন ভাঙা ঘরে থাকছি আব্বা-আম্মা যেখানে থাকে। যেখানে বাড়ির কাজ হচ্ছে, ওখানে যাওয়া লাগে। না হলে তো মিস্ত্রি ঠিকমতো কাজ করে না বলে জানান রিপন মিয়া।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য