এইচএসসিতে জিপিএ ৫ পেলেন যমজ ২ বোন
ছবি: সংগৃহীত
এবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মানবিক বিভাগ থেকে যমজ দুই বোন রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথি জিপিএ ৫ পেয়েছেন। রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা পরীক্ষা দিয়েছিলেন।
এর আগে ২০২৩ সালে মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায়ও তারা জিপিএ ৫ পেয়েছিলেন।
রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে। তারা ব্যবসায়ী মো. কামরুজ্জামান খোকন ও গৃহিণী মাহমুদা জামানের মেয়ে। তারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে মেধাবৃত্তি পেয়েছিল।
রুবাবা জামান কথা ও রুবাইয়া জামান মিথি বলেন, আমাদের এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক, মা-বাবা, নানা-নানির অবদান সবচেয়ে বেশি। আমরা দুই বোন ভবিষ্যতে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি করতে চাই। আমরা ম্যাজিস্ট্রেট হতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি।
শিক্ষার্থী কথা ও মিথির বাবা কামরুজ্জামান বলেন, মেয়েদের এমন সাফল্যে আমরা সবাই আনন্দিত। আমার মেয়েদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
কথা ও মিথির নানা ভাতগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী বলেন, আমার যমজ দুই নাতনি খুবই শান্ত, মেধাবী ও কঠোর পরিশ্রমী। তাদের সাফল্য পরিবারের সবাইকে মুগ্ধ করেছে। তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও সফলতার স্বাক্ষর রাখছে। তারা ভবিষ্যতে নিজেদের দেশ সেবায় নিয়োজিত রাখার লক্ষ্যে লেখাপড়া করছে বলে তিনি জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য