সুপার সিক্সটির ফাইনালে সাকিবের ঝড়ো ইনিংস
ছবি: সংগৃহীত
কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টের ফাইনালে ব্যাট হাতে ঝড় তুলেও দলকে শিরোপা জেতাতে পারলেন না সাকিব আল হাসান। তার নেতৃত্বাধীন মন্ট্রিল রয়্যাল টাইগার্স হেরে গেছে ৮ উইকেটের ব্যবধানে। চ্যাম্পিয়ন হয়েছে ব্রাম্পটন ব্লিটজ।
ভ্যানকুভারে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮ ওভারে ৬৯ রানে অলআউট হয় মন্ট্রিল। দলের পক্ষে একাই লড়াই করেন সাকিব। তিনে নেমে ১২ বলে ২৯ রান করেন তিনি, যেখানে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। ওপেনার দিলপ্রিত সিং করেন ৮ বলে ১৮ রান। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে যেতে পারেননি।
৭০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্রাম্পটন ব্লিটজ ৫.৪ ওভারেই জয় নিশ্চিত করে। মার্টিন গাপটিল ১৩ বলে ২৩ এবং জেমস ভিন্স ১৬ বলে ৩৪ রান করে দলকে শিরোপা এনে দেন।
২৬ বল হাতে রেখে ব্রাম্পটনের জয় নিশ্চিত হওয়ার পর ট্রফি উৎসবে মেতে ওঠে দলটি, আর সাকিবদের স্বপ্নভঙ্গ হয় ফাইনালের মঞ্চেই।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য