এনসিপি আগামী সংসদে নির্ণয়কের ভূমিকা পালন করবে: সারজিস
ছবি: সংগৃহীত
এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, এনসিপি আগামীর সংসদে নির্ণয়কের ভূমিকা পালন করবে। আমরা চাই স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ একটি সংসদ। সংস্কার এবং বিচার- এই কার্যক্রমের যে ধারাবাহিকতা, নির্বাচনের পরেও বরাবরের মত সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে এনসিপি।
তিনি বলেন, তরুণদের ক্ষমতায়ন আগামীর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষা-স্বাস্থ্যসহ দুর্নীতির বিরুদ্ধে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলতে চাই। জুলাই সনদের বাস্তবায়ন এবং দৃশ্যমান বিচারের পরবর্তীতে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে এনসিপি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসাবে আবির্ভূত হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে দলটির জেলা শাখার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।
এনসিপির এই নেতা বলেন, আমরা মনে করি আমাদের সাংগঠনিক শক্তিমত্তা আগামীর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিএনপি এবং জামায়াত আলাদা জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যতটুকু লড়াই করার দরকার, সেটুকু তাদের একার পক্ষে সম্ভব নয়। সেখানে এনসিপি ভারতসহ পৃথিবীর যেকোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপসহীন রাজনৈতিক দল। তাছাড়া বিগত সময়ে আপনারা দেখেছেন- বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি, জামায়াত কখনো বড় পরিসরে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করেনি। সেই জায়গায় অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এনসিপি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
তিনি বলেন, আমরা তরুণদেরকে নিয়ে সকল প্রকার দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে চাই। তরুণরা সংসদে না গেলে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না। কারণ আওয়ামী লীগ প্রশ্নে বিএনপি এবং জামায়াত তাদের জায়গা থেকে এককভাবে দেশকে নেতৃত্ব দিতে পারবে না, বরং এনসিপি এখানে অপরিহার্য একটি দল। সেখানে এনসিপি থাকলে আওয়ামী লীগ উৎখাতের যে লড়াই, সেটার নেতৃত্ব সঠিকভাবে চালিয়ে নিয়ে যাবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য