বাবা-মায়ের ভরণপোষণ দেন না রিপন মিয়া, স্ত্রী-সন্তানকে অস্বীকার
ছবি: সংগৃহীত
এবার দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া—যিনি সামাজিক মাধ্যমে ‘রিপন ভিডিও’ নামেই বেশি পরিচিত—সম্প্রতি পারিবারিক বিতর্কে জড়িয়ে পড়েছেন। বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, জনপ্রিয়তার শীর্ষে উঠলেও গরিব বাবা-মায়ের পরিচয় দিতে চান না রিপন মিয়া।
সংবাদে রিপনের মা অভিযোগ করেন, “খুব কষ্ট করে মানুষ করেছি। কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, তাই হয়তো পরিচয় দিলে তার মান-সম্মান থাকবে না। এখন আলাদা বাড়ি বানিয়ে থাকে, খোঁজও নেয় না।”
তিনি আরও জানান, পারিবারিকভাবেই রিপনের বিয়ে দিয়েছেন তারা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তবে রিপন মিয়া এটিএন নিউজে দেওয়া বক্তব্যে এসব অভিযোগ অস্বীকার করেন। দাবি করেন, যাকে তার স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে তার বড় ভাইয়ের স্ত্রী। “ওটা ভাবি লাগে আমার, বিয়ে করি নাই রে ভাই,” বলেন রিপন।
অন্যদিকে, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রিপন অভিযোগ করেন, সাংবাদিকরা অনুমতি ছাড়া তার বাড়িতে ঢুকে পরিবারের ভিডিও ধারণ করেছেন। ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
রিপনের বাবা জানান, প্রথম দিকে তার সহযোগিতায়ই ভিডিও বানাত রিপন। পরে তাকে বাদ দিয়ে অন্যদের সঙ্গে কাজ শুরু করে। এখন আর ছেলের ভিডিও দেখেন না তিনি। তবে খোঁজখবর নেয় বলে জানান।
অন্যদিকে, কষ্ট পেলেও ছেলের সাফল্যের জন্য দোয়া করেছেন রিপনের মা। তিনি বলেন, “আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক, সে বড় হইছে, আরও বড় হোক—এই দোয়া করি।”
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য