ম্যাচ জিতিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পেস বোলার
ছবি: সংগৃহীত
ম্যাচ চলাকালে খেলোয়াড়ের প্রাণ হারানোর ঘটনা নতুন কিছু নয়। ক্রিকেট হোক কিংবা ফুটবল, মাঠে প্রাণ হারানোর অনেক ঘটনাই রয়েছে। এবার ভারতের একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালে এমনই হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ম্যাচের শেষ ওভারে বল করে দলকে জেতানোর পরই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আহমার খান নামের এক বাঁহাতি পেসার।
ভারতীয় গণমাধ্যমের খবর, উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারি ব্লকে ইউপি ভেটেরান্স ক্রিকেট টুর্নামেন্টে এই ঘটনাটি ঘটে। সেই ম্যাচে অংশ নেয় মোরাদাবাদ ও সম্বল। ম্যাচটি জিততে শেষ ওভারে সম্বলের দরকার ছিল ৪ বলে ১৪ রান। তবে আহমার খান শেষ ওভারে ১১ রান দিলে ২ রানের রুদ্ধশ্বাস জয় পায় তার দল মোরাদাবাদ। তবে শেষ বল করেই ঘটে বিপর্যয়।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শেষ বলটি করার পরপরই হঠাৎ করে ক্রিজে বসে পড়েন আহমার খান। এরপর মাটিতে লুটিয়ে পড়েন। জয়ের উল্লাসে তার সতীর্থরা প্রথমে কেউ কিছু বুঝে উঠতে না পারলেও পরে ছুটে আসেন এবং মাঠেই তাকে সিপিআর দেওয়া শুরু করেন। এরপর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মৃত্যুকালে আহমার খানের বয়স ছিল ৩০ বছরের কাছাকাছি। তিনি মোরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও এক বোনকে রেখে গেছেন। তার অকাল মৃত্যুর খবরে পরিবার, বন্ধুবান্ধব, এলাকাবাসী এবং স্থানীয় ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য