শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ

রূপালী ব্যাংকে ৭৫ দিনের ব্যবসায়িক ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন

১৩ অক্টোবর, ২০২৫ ৮:২০:৩২
ছবি: সংগৃহীত

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়েছে ৭৫ দিনের ব্যবসায়িক ক্র্যাশ প্রোগাম; যা চলবে আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ১৩ অক্টোবর (সোমবার) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন।

এই প্রোগ্রাম চলাকালীন সময়ে নতুন হিসাব খোলা, আমানত সংগ্রহ, সিএমএসএমই ঋণ বিতরণ, শ্রেণীকৃত ঋণ হতে আদায় ও শ্রেণীকৃত ঋণ বিশ্রেণীকরণ এই ৫টি গুরুত্বপূর্ণ খাতকে বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হয়েছে। এই প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক তার কাঙ্খিত মুনাফা অর্জনে আরো কাছাকাছি পৌঁছে যাবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা, তানভীর হাছনাইন মইন ও আবু নাসের মো. মাসুদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন ব্যাংকের সকল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD