হ্যাটট্রিক সিরিজ হারের ম্যাচে লজ্জার রেকর্ড বাংলাদেশের
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডে সিরিজে দলটির বিরুদ্ধে ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছে টাইগাররা। প্রথম ম্যাচে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ৮১ রানের ব্যবধান দিয়ে হেরে গেছে মেহেদি হাসান মিরাজের দল।
শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে ১৯১ রানের সহজ লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। তবে নিয়মিত উইকেট হারিয়ে ২৮.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয় দল। যাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেয় আফগানিস্তান।
২০২৩ সালে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। গত বছর শারজাতেও একই ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডেতে হ্যাটট্রিক সিরিজ হারের ম্যাচে এক লজ্জার রেকর্ডও গড়েছে বাংলাদেশ দল। আবুধাবিতে এত কম রান তাড়ায় নেমে হারেনি কোনো দলই। এর আগে ২০০৯ সালের এপ্রিলে এই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে ১৯৭ রান করেও জয় পেয়েছিল মাইটি অস্ট্রেলিয়া।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার ইব্রাহিম জাদরানের ৯৫ রানে ভর করে শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ১৯০ রানে অলআউট হয় আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।
ব্যাটিং ব্যর্থতার শুরুটা খারাপ ছিল বাংলাদেশের। তাওহিদ হৃদয় ২৪, সাইফ হাসান ২২, জাকের আলী ১৮ ও নুরুল হাসান সোহান ১৫ রান করলেও শেষ পর্যন্ত রশিদ খানের স্পিনে বাংলাদেশ দলের সবকটি উইকেট হারায় ১০৯ রানে। রশিদ একাই ৫ উইকেট নেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য