কোহলিকে ছাড়িয়ে গেলেন শুভমান গিল
ছবি: সংগৃহীত
এবার চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন ভারতের তরুণ ওপেনার শুভমান গিল। সিরিজের দ্বিতীয় টেস্টে শতক হাঁকিয়ে তিনি শুধু দলের জয় নিশ্চিত করেননি, বরং গড়েছেন এক বিশেষ রেকর্ডও। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন গিল।
তথ্য অনুযায়ী, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে শুভমান গিলের সংগ্রহ ২,৮০০ রান। তার ব্যাটিং গড় ৪৩.০৬, সর্বোচ্চ ইনিংস ২৬৯ রান। ইতোমধ্যে তিনি করেছেন ১০টি সেঞ্চুরি ও ৮টি হাফ সেঞ্চুরি।
অন্যদিকে, বিরাট কোহলি ৪৬ ম্যাচে করেছেন ২,৬১৭ রান, গড় ৩৫.৩৬। ফলে গিল এখন কোহলি, রোহিত শর্মা ও ঋষভ পন্তকে পেছনে ফেলে ভারতের শীর্ষ রান সংগ্রাহকের আসনে বসেছেন।
বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ তিনে রয়েছেন ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মারনুস লাবুশেনে। তাদের পরেই উঠে আসছেন ভারতের এই তরুণ তারকা শুভমান গিল, যিনি দেশের ভবিষ্যৎ ব্যাটিং স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন দ্রুতই।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য