
মসজিদ ও বিদ্যালয়ের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করল সৌদি আরব

তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরব। সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত তামাক বিক্রয়কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং জনস্বাস্থ্য রক্ষায় নতুন নীতিমালা ঘোষণা করেছে দেশটির পৌর ও গৃহায়ণ মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো তামাকের দোকান চালানো যাবে না।
সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়, সিগারেট, শীশা এবং ই-সিগারেটসহ সব ধরনের তামাক ও তামাকজাত পণ্য বিক্রয়কারী দোকান এই নীতিমালার আওতায় পড়বে। তামাক বিক্রির জন্য বৈধ বাণিজ্যিক নিবন্ধন, সিভিল ডিফেন্সের অনুমোদন এবং পৌর লাইসেন্সিং নিয়ম মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
শর্ত অনুযায়ী, দোকান অবশ্যই নির্ধারিত বাণিজ্যিক এলাকার ভবনে হতে হবে। ন্যূনতম আয়তন হতে হবে ৩৬ বর্গমিটার। সড়কের প্রস্থ ও এলাকার ধরন অনুযায়ী অতিরিক্ত শর্ত মানতে হবে।
নির্দেশনা অনুযায়ী, তামাক বিক্রয়কেন্দ্রের বাহ্যিক সাইনবোর্ডে কোনো লোগো বা বিজ্ঞাপন দেয়া যাবে না; শুধুমাত্র দোকানের নাম প্রদর্শন করা যাবে। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাও নিষিদ্ধ। পাশাপাশি সব দোকানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।
ভবনের নকশা ও ফেসাড ডিজাইন নগর কোড অনুযায়ী হতে হবে বলেও শর্ত দেয়া হয়েছে। এছাড়া পণ্য মিশ্রণ, পুনরায় প্যাকেজিং বা খোলা অবস্থায় বিক্রি এবং ১৮ বছরের নিচে কাউকে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধসহ আরও কিছু শর্তাবলি আরোপ করা হয়েছে এ সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, নির্দেশনা মানা হচ্ছে কিনা তা তদারকি করতে পৌর কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি চালাবে এবং কোনো অনিয়ম ধরা পড়লে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। নতুন বিধিমালার লক্ষ্য হলো স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, বাণিজ্যিক এলাকা সুশৃঙ্খল রাখা এবং নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য