ইউআইটিএসে কমপ্লায়েন্স ব্যবস্থাপনায় আইকিউএসি সেমিনার
ছবি: সংগৃহীত
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) এর উদ্যোগে “BAC স্বীকৃতির জন্য কমপ্লায়েন্স ব্যবস্থাপনা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় বুধবার, ৮ অক্টোবর ২০২৫, দুপুর ২:০০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ। সেমিনারটি সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন, পরিচালক, IQAC।
এই সেমিনারটি ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) কর্তৃক আয়োজিত কমপ্লায়েন্স ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে ইউআইটিএস-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধানগণ PSAC (Program Self-Assessment Committee) চেয়ার হিসেবে অংশগ্রহণ করেন। সেমিনারে
প্রেজেন্টেশন উপস্থাপন করেন—
– জনাব আল-ইমতিয়াজ, বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
– জনাব মোঃ মোহিউদ্দিন আহমেদ, বিভাগীয় প্রধান, সিভিল ইঞ্জিনিয়ারিং
– ড. মাহাদি হাসান, বিভাগীয় প্রধান, বিজনেস স্টাডিজ
BAC প্রশিক্ষণ থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে সেমিনারটি আয়োজন করা হয়, যার উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের BAC প্রোগ্রাম-ভিত্তিক স্বীকৃতির জন্য প্রয়োজনীয় কমপ্লায়েন্স ব্যবস্থাপনা ও ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পর্কে গভীর ধারণা প্রদান। আলোচনায় BAC অ্যাক্রেডিটেশন ম্যানুয়ালের (২য় সংস্করণ) ১০টি স্ট্যান্ডার্ড ও ৬৩টি ক্রাইটেরিয়া নিয়ে বিশদ আলোচনা করা হয়। বক্তারা প্রামাণ্য তথ্য সংগ্রহ, নীতিমালার সাথে সামঞ্জস্য, এবং ধারাবাহিক মান নিশ্চিতকরণ প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন। তারা প্রমাণভিত্তিক প্রতিবেদন, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং প্রক্রিয়াভিত্তিক কমপ্লায়েন্স সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
– অধ্যাপক এ.এন.এম. শরীফ, কন্ট্রোলার অব এক্সামিনেশন
– অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, ডিন, আইন অনুষদ
– অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, ডিন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
– মিসেস সৈয়দা আফসানা ফেরদৌসী, ডিন, লিবারেল আর্টস ও সোশ্যাল সায়েন্সেস অনুষদ
– ড. ফারুক হোসেন, ডিন, বিজনেস অনুষদ
– জনাব মোঃ তারিকুল ইসলাম, প্রক্টর
– সকল বিভাগীয় প্রধান এবং PSAC সদস্যবৃন্দ
সেমিনার শেষে ইউআইটিএস-এর মাননির্ভর একাডেমিক পরিবেশ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
অংশগ্রহণকারীরা অভ্যন্তরীণ মান নিশ্চিতকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার, BAC-এর মানদণ্ড অনুযায়ী নিয়মিত কমপ্লায়েন্স বজায় রাখার এবং কার্যকর ডকুমেন্টেশন ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে টেকসই একাডেমিক উৎকর্ষ সাধনের অঙ্গীকার করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য