সংযুক্ত আরব আমিরাত
সড়ক দুর্ঘটনায় ৭ মাসের ছেলেসহ বাবা নিহত, মা আইসিইউতে
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা ও তার সাত মাস বয়সী ছেলে নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটির মা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
শারজাহ পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে খোর ফাক্কানে সোমবার (৬ অক্টোবর) রাত প্রায় ৮টা ৫৫ মিনিটে। অতিরিক্ত গতিতে চলা একটি গাড়ি হঠাৎ বাঁক নেয়ার ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪১ বছর বয়সী আমিরাতি বাবা ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পরপরই পুলিশ, সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, শিশুটি পরদিন হাসপাতালে মারা যায়। খবর খালিজ টাইমসের।
মঙ্গলবার (৭ অক্টোবর) আল-শারক কবরস্থান মসজিদে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। কয়েক ঘণ্টা আগে ফজরের নামাজের পর তার বাবার দাফন সম্পন্ন হয়। পরবর্তীতে শিশুটিকে বাবার পাশেই সমাহিত করা হয়। জানাজায় পরিবার, বন্ধু ও প্রতিবেশীরা উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, বিকেলের আসরের নামাজের পর আবারও অনেকে একত্রিত হয়ে শিশুটির মায়ের আরোগ্যের জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেন। তারা বলেন, ‘এটি এমন এক মর্মান্তিক ঘটনা, যা পুরো খোর ফাক্কান সম্প্রদায়কে নাড়িয়ে দিয়েছে। বাবা ছিলেন অত্যন্ত সদালাপী ও পরিবারবান্ধব মানুষ। একই কবরস্থানে বাবা-ছেলেকে একসঙ্গে শায়িত হতে দেখা ছিল হৃদয়বিদারক।’
এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির মা বর্তমানে আইসিইউতে স্থিতিশীল অবস্থায় আছেন, তবে তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সম্পূর্ণ সুস্থ হতে তাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পূর্বাঞ্চলীয় অঞ্চলের পুলিশ বিভাগের পরিচালক কর্নেল ড. ওয়ালিদ খামিস আল-ইয়ামাহি জানান, প্রাথমিক তদন্তে দুর্ঘটনার মূল কারণ হিসেবে অতিরিক্ত গতিকেই দায়ী করা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য