প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

সিঙ্গাপুর ম্যাচের স্মৃতি এখনও পোড়ায় হামজাকে

৮ অক্টোবর ২০২৫, ১২:৪২:৪১

ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটম্বুর জাতীয় দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, বাংলাদেশ দলে এখন ‘আত্মবিশ্বাস ও লড়াইয়ের তীব্রতা’ দুটোই আছে।

জাতীয় স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে কথা বলেন হামজা। হংকংয়ের সঙ্গে দারুণ কিছু করে সিঙ্গাপুরের বিপক্ষে না পারার হতাশাও ভুলতে চান বাংলাদেশের তারকা মিডফিল্ডার।

গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই দুঃখ ভুলতে এবং বাছাইয়ে সম্ভাবনা জোরাল রাখতে বৃহস্পতিবার হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ।

সিঙ্গাপুরের বিপক্ষে দুই গোল হজমের পর ৬৭তম মিনিটে রাকিব হোসেনের গোলের সুর বেঁধে দিয়েছিলেন হামজা। এরপর প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

সেদিন যোগ করা সময়ে বক্সে ফয়সাল আহমেদ ফাহিম ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করেছিল বাংলাদেশ, সাড়া মেলেনি রেফারির। এরপর হামজার শট পোস্ট ঘেঁষে বাইরে গিয়ে বাড়িয়েছিল দীর্ঘশ্বাস।

জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার প্রস্তুতিতে নামার আগে সিঙ্গাপুর ম্যাচের প্রসঙ্গ ফিরে এলো হামজার কণ্ঠে। সেখানে ভর করল, ঘরের মাঠে সমর্থকদের জয় উপহার দিতে না পারার আক্ষেপ।

হামজা বলেন, সিঙ্গাপুর ম্যাচে, বড় মোমেন্টে আমরা নিজেদের হতাশ করেছি। দুই গোল হজম করেছি। রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম করতাম না। এছাড়া আমরা একটা পেনাল্টি পেতাম। ফুটবল এমনই। মাঝেমধ্যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না।

হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে সিলেটের আঞ্চলিক ভাষায় হামজা বলেন, খুব চান্স আছে। আমি কোচের সঙ্গে মাতছি। আমাদের ট্যালেন্ট আছে, এগ্রেসিভনেস আছে, লাস্ট স্টেপ হলো, বহুত কনফিডেন্স পাইয়া ইনশা আল্লাহ আমরা উইনিং টিম হমু।

এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচের একটিতে হার, অন্য ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে হাভিয়ের কাবরেরার দল। ফলে বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজ দলের।

আগামী ৯ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে রাত ৮টায় এবং সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad