ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও জয় অধরা রইল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বোর্ডে মাত্র ১৭৮ রানের পুঁজি নিয়েও একপর্যায়ে ইংলিশদের ৬ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু অভিজ্ঞ হিদার নাইটের দৃঢ়তায় ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার রুবাইয়া হায়দার (৪) এবং অধিনায়ক নিগার সুলতানা (০) দ্রুত বিদায় নিলে ২৫ রানের মধ্যেই ২ উইকেট হারায় দল। সেই পরিস্থিতি থেকে সোবহানা মোস্তারিকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন ওপেনার শারমিন আক্তার সুপ্তা, কিন্তু তিনি ৫২ বলে ৩০ রান করে আউট হন। স্বর্ণা আক্তারও (১০) সেট হয়ে ফেরেন।
দলের ব্যাটিং ধসের মুখে একাই লড়েছেন সোবহানা মোস্তারী। তাকে সঙ্গ দেয়া ৩৬ বলে ৫ রান করে আউট হন রিতু মনি। মোস্তারী দলকে দেড়শ পার করে দিয়ে ১০৮ বলে ৬০ রানের লড়াকু হাফসেঞ্চুরি করে থামেন।
তবে শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রাবেয়া খান। মাত্র ২৭ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংসে তিনি বাংলাদেশের সংগ্রহকে ৪৯.৪ ওভারে ১৭৮ রানে নিয়ে যান। ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টন ২৪ রানে ৩টি উইকেট শিকার করেন।
১৭৮ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ইংল্যান্ডের স্কোর ছিল ৬ উইকেটে ১০৩ রান অর্থাৎ জয় থেকে তখনও তাদের দরকার ছিল ৭৫ রান, আর বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেট। পেস সেনসেশন মারুফা আক্তার ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন, তার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমি জোনস (১)। এরপর মারুফাই ফেরান আরেক ওপেনার টেমি বিউমন্টকে (১৩)।
তৃতীয় উইকেটে হিদার নাইট ও অধিনায়ক নেট স্কাইভার-ব্রান্ট ৪০ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন লেগস্পিনার ফাহিমা খাতুন, যিনি ৪১ বলে ৩২ করা নেটকে বিদায় করার পর ওই ওভারেই শূন্য রানে সোফিয়া ডাঙ্কলেকে এলবিডব্লিউ করে ইংল্যান্ডকে বড় ধাক্কা দেন। তার তৃতীয় শিকার হন এমা লাম্ব (১)। বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা থিতু হওয়া এলিস কেপসেকে (২০) এলবিডব্লিউ করলে ১০৩ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে।
কিন্তু অভিজ্ঞ হিদার নাইট লোয়ার অর্ডারের চার্লি ডিনকে সঙ্গে নিয়ে বাকি রান তুলে নেন। ৭৯ রানে অপরাজিত থাকেন নাইট, আর ডিন খেলেন ২৭ রানের হার না মানা ইনিংস। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৩টি ও মারুফা আক্তার ২টি উইকেট শিকার করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য