ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা: আমিনুল
ছবি: সংগৃহীত
গতকাল অনুষ্ঠিত হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। একই দিন সন্ধ্যায় পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে জয়লাভ করেন বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনের একদিন পরে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বিসিবির ভোট নিয়ে মুখ খুললেন।
মঙ্গলবার হ্যান্ডবল স্টেডিয়ামে আন্তঃবিভাগীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘আমি শুনেছি, ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদের ডেকে ডেকে হুমকি দিয়েছেন। আমাকে অনেক কাউন্সিলর ফোন করে বলেছেন, ক্রীড়া উপদেষ্টা এমন আচরণ করবেন তারা আশা করেননি।’
ক্রীড়া উপদেষ্টা যে কোনো মূল্যে বুলবুলকে সভাপতি বানাতে চেয়েছেন দাবি আমিনুলের, ‘ক্রিকেট বোর্ড বাংলাদেশের সবার। এটা কারো ব্যক্তির না। কিন্তু ক্রীড়া উপদেষ্টা যে কোনো মূল্যে বুলবুল ভাইকে সভাপতি করতে চেয়েছেন। এ ধরণের সরকারি হস্তক্ষেপ বাংলাদেশের জনগণ সহজে মেনে নেবে বলে আমার মনে হয় না।’
আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করা ইশফাক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে পরিচালক মনোনীত করেছিল যদিও পরে প্রত্যাহার করে নিয়েছে। যা নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল হক, ‘ক্রীড়া পরিষদ থেকে কীভাবে একজন স্বৈরাচার সরকারের মনোনয়ন প্রত্যাশীকে পরিচালক করা হয়? সংবাদ প্রচারের পর তারা বললো, যাচাই-বাছাই করে নাই। এখানেই বোঝা যায়, কারো একক হস্তক্ষেপে এটা নির্ধারিত হয়েছিল। বোর্ড নির্বাচন নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল, সেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমার কাছে তথ্য আছে, আর্থিক লেনদেনও হয়েছে। আর্থিক লেনদেনে বোর্ড পরিচালক হওয়া অত্যন্ত পীড়াদায়ক।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য