ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ৫ শতাধিক শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
এবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে স্থানীয় অডিটোরিয়ামের আয়োজিত অনুষ্ঠানে তারা বিএনপিতে যোগ দেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাসান রাজীব প্রধান ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
ছাত্রদলে যোগদান করা শিক্ষার্থী আবির আহমেদ বলেন, আমরা আন্দোলন করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছিলাম।
অনুষ্ঠানে বিএনপির হাতীবান্ধা উপজেলা আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।



























মন্তব্য