অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার, মামলা করবে নর্থ সাউথ ইউনিভার্সিটি
ছবি: সংগৃহীত
এবার পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোরআন অবমাননার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে।
জনসংযোগ দপ্তরের পরিচালক সৈয়দ মানসুর হাশিমের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী এ ধরনের আচরণের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান ‘শূন্য সহনশীলতা’। শনিবার (৪ অক্টোবর) নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননার ঘটনাটি প্রত্যক্ষ করেন কয়েকজন শিক্ষার্থী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এসময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য