শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ

পিআরের দাবিদাররা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে: সালাহউদ্দিন

৪ অক্টোবর, ২০২৫ ৪:১৪:৪২
ছবি: সংগৃহীত

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ইস্যুতে যারা আন্দোলন করছে, তাদের অনেকেই অতীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাতাস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, ‘যারা পিআর-পিআর করছে, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি-ডামির নির্বাচনে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে বাতাস করেছে।’

তিনি আরও বলেন, ‘পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। যেসব দেশে পিআর আছে সেখানে সবসময় অস্থিতিশীল পরিবেশ থাকে। এমন ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না।’

তিনি বলেন, ‘পিআরে কে এমপি হবে সেটা ঠিক করবে আমির সাহেব বা মজলিসে শূরা। এমন পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না। যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে, দলীয় স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে, তাদের প্রতি আহ্বান, জনগণকে বিভ্রান্ত করবেন না।’

বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে যারা পিআর ইস্যু নিয়ে আন্দোলন করছে, তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটবে।

তবে তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে কিছু দল যে কর্মসূচি ঘোষণা করেছে, সেটি রাজনৈতিক চর্চা। জনগণ গ্রহণ করলে তারা ইশতেহারে উল্লেখ করে মানুষের রায় নিয়ে তা বাস্তবায়ন করতে পারবে। বিএনপিও ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছে, যা ইতিমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গণতান্ত্রিক আবহে জনগণকে বিভ্রান্ত করার কোনো আন্দোলন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এতে ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার আশঙ্কা আছে।

এ সময় তিনি গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD