ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ হ্যাকড

৩ অক্টোবর ২০২৫, ১১:৫৬:১১

ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ।

এদিন ব্যাংকটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পেজটির নাম পরিবর্তন করা হয়নি। এর প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির ছবি দেয়া হয়েছ।

এছাড়া হ্যাকার গ্রুপ ফেসবুক পোস্টে জানিয়েছে, ‘পেজটি “এমএস ৪৭০এক্স” দ্বারা হ্যাকড করা হয়েছে।’ এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পোস্ট দেয়া হয়েছে পেজটি থেকে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য

Ad