শুক্রবার ৩০ জানুয়ারি, ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ণ

জ্বরে ভুগছেন হৃদয়

৩ অক্টোবর, ২০২৫ ৬:১৬:৩১
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে জয় পেয়েছে টাইগাররা। কিন্তু সেই ম্যাচে ছিলেন না মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতেও এই ডানহাতি ব্যাটারের খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

জানা গেছে, জ্বরের কারণে প্রথম ম্যাচে ছিলেন না হৃদয়। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। শুক্রবার (৩ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। খেলাটি টি-স্পোর্টস ও নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ কে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র বলেছেন, ‘তার (হৃদয়ের দ্বিতীয় টি-টোয়েন্টি) খেলার বিষয়টি এখনও নিশ্চিত না। সে অ্যান্টিবায়োটিকস নিচ্ছে এবং এখনও অসুস্থ। তবে দু’দিন আগে বা গতকালের চেয়ে তুলনামূলক ভালো। আমরা মাঠে যাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয়কে পর্যবেক্ষণে রেখেছে ফিজিও এবং দেবাশীষ (বিসিবির প্রধান মেডিক্যাল অফিসার)।’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধরীও সংবাদমাধ্যমকে একই কথা জানিয়েছেন, ‘দলের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, জানতে পেরেছি হৃদয় আগের চেয়ে তুলনামূলক ভালো আছে। তবে আপনাকে বুঝতে হবে, জ্বর কেটে গেলেও আপনার দুর্বলতা থাকতে পারে। যদিও তেমনটা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ম্যাচেও হয়তো তাকে পাওয়া যাবে না।’

গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের দেয়া ১৫২ রানের লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে ১০৯ রানের জুটি গড়ে বাংলাদেশকে সহজ জয়ের পথে নিয়েছিলেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। কিন্তু এর পরই শুরু হয় উইকেটের মিছিল। শেষ পর্যন্ত সোহান-রিশাদের ক্যামিওতে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জিতেছে বাংলাদেশ।

এবার এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিতের লক্ষ্যে আফগানদের মোকাবিলা করবে টাইগাররা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD