বিসিবি নির্বাচন
‘ভিতরের-বাইরের সবকিছু খুলে বললে অনেকের প্যান্ট খুলে যাওয়ার মতো অবস্থা হবে’
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে চলমান আলোচনা–সমালোচনায় এবার মুখ খুললেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার (১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ বিষয়ে অবস্থান জানান।
ইশরাক লিখেন, গত কয়েকদিন বিসিবি নির্বাচন নিয়ে অনেক কিছু বলার থাকলেও প্রভাবিত না করার জন্য তিনি নীরব ছিলেন। তবে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ভিতরের-বাইরের সবকিছু খুলে বললে অনেকের পরনের প্যান্ট খুলে যাওয়ার মতো অবস্থা হবে।
তিনি উল্লেখ করেন, বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার সন্তানরা দেশের ক্রিকেটে অবদান রাখার উদ্দেশ্যে বিসিবির নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু এ নিয়ে এমনভাবে মন্তব্য করা হয়েছে যেন রাজনীতিবিদ বা তাদের পরিবারের সদস্যদের ক্রীড়া সংগঠনে যুক্ত হওয়া অপরাধ।
বিএনপির এই নেতা আরও বলেন, যেসব প্রার্থী নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তারা শিক্ষিত, যোগ্য এবং ক্রিকেটপ্রেমী মানুষ। ক্লাবগুলো তাদের কাউন্সিলরশিপও দিয়েছে। তবুও একটি মহল উদ্দেশ্যমূলকভাবে তাদের বৈধ কাউন্সিলরশিপ বাতিল করেছে।
ইশরাক অভিযোগ করেন, বর্তমানে যাদেরকে ‘কিংস পার্টি’ বলা হচ্ছে, তাদের প্রভাবে এক উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ করে বিভিন্ন জেলায় কাউন্সিলর নিয়োগ দিয়েছেন এবং এ জন্য ডিসিদের হুমকিও প্রদান করেছেন।

তিনি আরও লিখেন, একটি সম্পূর্ণ পূর্বনির্বাচনী পদ্ধতি ব্যবহার করে নিজেদের কাউন্সিলর অন্তর্ভুক্ত করে এবং অন্যদের বৈধ কাউন্সিলরশিপ বাদ দিয়ে বোর্ডে আধিপত্য কায়েম করার চেষ্টা চলছে। কতটা সফল হবে আর কতটা টিকবে তা অচিরেই স্পষ্ট হবে। এই নাটকের দ্বিতীয় পর্ব আগামী বছর আসতেও পারে।
এ সময় তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে বিএনপি পরিবারের সদস্যরা ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে চাকরিসহ বিভিন্ন পেশায় বৈষম্যের শিকার হয়েছেন। একটাই দোষ ছিল-বিএনপির পরিবার হওয়া উল্লেখ করে ইশরাক বলেন, এখন সরকারের উপদেষ্টারা পর্যন্ত প্রশ্ন তুলছেন ‘বিএনপির লোকজন বিসিবিতে কী করে?’
ইশরাক হোসেনের দাবি, আল্লাহর ইচ্ছায় অচিরেই বোঝা যাবে, বিএনপির পরিবারের সদস্যরা বিসিবিতে কী করতে চান এবং তারা ক্রিকেটে কেমন অবদান রাখতে পারেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য