পার্শ্ববর্তী দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীলতার চেষ্টা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, খাগড়াছড়িতে বিক্ষোভ ও সহিংসতার নেপথ্যে রয়েছে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা এবং বৌদ্ধ ধর্মালম্বীদের উৎসব বাধাগ্রস্ত করা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধনে দুর্গাপূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। আজ বুধবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইছাপুরা এলাকায় শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রথম দিকে ধর্ষণের ঘটনা দেখিয়ে পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল। তবে দুষ্কৃতকারীরা সফল হতে পারেনি। তারা বারবার চেষ্টা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে প্রতিবছরই হিন্দু সম্প্রদায়ের মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের উৎসব পালন করে থাকে। এবারও সারাদেশে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পূজা উদযাপিত হচ্ছে। সেই উৎসবমুখর পরিবেশকে বিনষ্ট করার লক্ষ্য নিয়ে একটি কুচক্রী মহল নানা অপতৎপরতা চালাচ্ছে।
দুর্গাপূজার নিরাপত্তার জন্য সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পূজা অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, সিরাজদিখান সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম, সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান, সিরাজদিখান উপজেলা সাবেক সভাপতি বিএনপি মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ কুমার ঘোষ প্রমুখ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য