রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ণ

পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান, InstaPay!

৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৮:২৮
ছবি: সংগৃহীত

বাংলাদেশের শীর্ষ কুরিয়ার সার্ভিস পাঠাও কুরিয়ার নিয়ে এলো InstaPay, একটি এক্সক্লুসিভ ফিচার যা আপনার পেমেন্টকে করে দিচ্ছে সুপার ফাস্ট ও ঝামেলাহীন।

ডেলিভারি হলে সঙ্গে সঙ্গে টাকা চলে যাবে আপনার পাঠাও পে মার্চেন্ট অ্যাকাউন্টে, আর প্রয়োজনে সাথে সাথে উইথড্রও করতে পারবেন এমনকি ছুটির দিন বা আসন্ন দুর্গাপূজার সময়েও। চালু করতে চাইলে শুধু মার্চেন্ট প্যানেলে “Enable InstaPay” বাটনে ক্লিক করুন এবং উপভোগ করুন ৭ দিনের ফ্রি ট্রায়াল।

InstaPay-তে, পেমেন্টের জন্য পেমেন্টের ২ থেকে ৫ দিন অপেক্ষা করতে হবে না। পণ্য ডেলিভারি হওয়া মাত্র পেমেন্ট চলে যাবে তাদের পাঠাও পে মার্চেন্ট অ্যাকাউন্টে, যা চাইলে তখনই উইথড্র করা যাবে। এমনকি সেটি কার্যদিবসের বাইরে ছুটি, যেমন আসন্ন দুর্গাপুজোর সময়েও। পাঠাও কুরিয়ার মার্চেন্টরা শুধু “Enable InstaPay” বাটনে ক্লিক করেই এই সুবিধা নিতে পারবেন এবং সাথে ৭ দিনের ফ্রি ট্রায়াল পাবেন। ই-কমার্স মার্চেন্টদের জন্য InstaPay পরিচালনা আর খরচ ম্যানেজ করা সহজ করে, ফান্ড সঙ্গে সঙ্গে অ্যাকসেস করতে সক্ষম করে, এবং ব্যবসা বাড়াতে দ্রুত পুনঃবিনিয়োগ করা যায়।

প্রাথমিক রোলআউটের পর থেকে ইতিমধ্যেই ১০,০০০+ মার্চেন্ট InstaPay ব্যবহার শুরু করেছেন এবং এই দ্রুত এবং স্মার্ট উপায়ে সব মিলিয়ে ৩০০ কোটি টাকা লেনদেন করেছেন। যা একটি মাইলস্টোন। এরই মাধ্যমে দেখা যায় দেশজুড়ে গ্রাহকরা আমাদের ওপর কতটা আস্থা রাখে এবং InstaPay ব্যবসার জন্য কতটা কার্যকরী। InstaPay দিয়ে পাঠাও নিশ্চিত করছে, গ্রাহকরা যেভাবে চান লেনদেন করতে পারা, ফান্ড ঠিক সময়ে পাওয়া, আর ফাইন্যান্স সহজে ম্যানেজ করতে পারার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার সাকসেসফুল মিশন।

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD