আমার ছেলেদের সবার আগে গালি শিখিয়েছি, কারণ বাংলাদেশে গালি লাগে: আসিফ
ফাইল ছবি
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য হিট গান উপহার দেওয়া গায়ক আসিফ আকবর এবার খোলামেলা মন্তব্য করলেন নিজের স্বভাব, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সন্তানদের গালি শেখানোর বিষয়ে। জানান, বাস্তবতা বুঝে সন্তানদের প্রথমেই শিখিয়েছেন গালি, কারণ বাংলাদেশে ‘গালি লাগে।’
বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নাম সংগীতাঙ্গনে একদমই অপরিচিত নয়। ক্যাসেট ও সিডির যুগে অডিও দুনিয়ায় একচেটিয়া রাজত্ব করা এই গায়ক এখনও সমানতালে গান গেয়ে চলেছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করেছেন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে তার গাওয়া গানগুলোর অডিও ও ভিডিও; সবকিছুই পাওয়া যায় এক জায়গায়।
সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের সামনে গান গাইতে দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন আসিফ। গত ২৮ আগস্ট ‘দি এ টিম’ ব্যান্ডসহ আমেরিকায় পা রাখেন তিনি। এরপর বিভিন্ন শহরে প্রবাসীদের জন্য গান পরিবেশন করেছেন।
নিউইয়র্কভিত্তিক বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’য় সম্প্রচারিত ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অংশ নিয়ে আসিফ শোনান তার ব্যক্তিগত জীবনের নানা দিক। উপস্থাপক ও ঢালিউড অভিনেতা জায়েদ খানের প্রশ্নে নিজের আচরণ ও শৃঙ্খলা সম্পর্কে বলেন, “আমি খুব সাংগঠনিক একজন মানুষ। মানুষ মনে করেন আমি মেজাজি, উশৃঙ্খল, পাগল টাইপের। কিন্তু আমি খুব সাংগঠনিক। আমাকে কোনোদিন নির্ধারিত সময়ের পরে পাওয়া যাবে না। সাড়ে ৮টা মানে সাড়ে ৮টা।”
আসিফ আরও বলেন, তাকে যারা ভালোভাবে চেনে, তারা তার প্রকৃত রূপ জানে। কিন্তু যারা জানে না, তারা অনুমানের ভিত্তিতে কথা বলে, যা তার মতে সম্পূর্ণ ভুল। তার ভাষায়, “আন্দাজ করে কথা বলা মহাপাপ। একটা ইস্যুতে মানুষ আমাকে নিয়ে চর্চা করে। আমি ভুল না করার জন্য চেষ্টা করি। কিন্তু মানুষ হিসেবে নির্ভুল হওয়া সম্ভাব না। যে ভুলগুলো হয় সেগুলোর জন্য আমি সাথে সাথে দুঃখ প্রকাশ করি এবং ভুলগুলো সংশোধন করে নেই। কারণ, এখন তো আগের দিন নেই, যে ভুলগুলো মুছে যাবে। এখন তো সব রেকর্ডেড। এটা হাজার হাজার বছর থাকবে। সুতরাং এখন ভুল করলে যতদ্রুত সম্ভব সংশোধন করে ফেলা উচিত। আমি এটা করি। তারপরও যেগুলো নিয়ে কথা বার্তা হয় এগুলো হয়তো আমি তাঁদের বুঝাতে পারি না।”
সাক্ষাৎকারে গালি প্রসঙ্গে খোলাখুলি বক্তব্য দেন এই শিল্পী। বলেন, “যতক্ষণ সে আমার কথাগুল বুঝে না ততক্ষণ সে আমাকে গালি দেয়। গালি দিলে তারই গুনা হয়। গালি তো আমিও দেই। গালি দেওয়ার ক্ষেত্রে আমার চাইতে অভিজ্ঞ লোক বাংলাদেশে আছে বলে মনে হয় না। গালাগালিতে আমিও যথেষ্ট পরিমাণ ভালো। আমার ছেলেদেরকে প্রথমে গালি শিখিয়েছি। কারণ বাংলাদেশে গালি লাগে।”
আসিফের এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ দেখছেন এটাকে বাস্তবতা মেনে নেওয়ার সাহসিকতা, আবার কেউ এটাকে বিতর্কিত মন্তব্য বলেই মনে করছেন।
যাই হোক, নিজের মত প্রকাশে বরাবরই স্পষ্টভাষী আসিফ আবারও প্রমাণ করলেন; তিনি যেমন মঞ্চে সাহসী, তেমনি জীবনের মঞ্চেও।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য