প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

মাছ ধরতে গিয়ে খালে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

২৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:৫৫:৫২

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ সদরের দোগাছী গ্রামে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দোগাছী গ্রামের রিপন মণ্ডলের ছেলে লামিম হুসাইন (৫) এবং তার মামাতো ভাই আড়ুয়াকান্দি গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে অর্পণ (৭)। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই।

জানা গেছে, গত বৃহস্পতিবার সদর উপজেলার দোগাছী গ্রামে রিপন মণ্ডলের (ফুপা) বাড়িতে দাদির সঙ্গে বেড়াতে আসে অর্পণ। শনিবার সকালে লামিম ও অর্পণ পার্শ্ববর্তী খালে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। সে সময় অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর খালের ধারে তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও এলাকার মানুষ খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে খালের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা শারমিন বলেন, আমরা শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে পেয়েছি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য