শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ণ

১৫ বছরে আঁচড়ও লাগেনি, এখন আঙুল ফুলে কলাগাছ: শামারুহ মির্জা

২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২১:০৪
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা বলেছেন, ‘১৫ বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে অঙুল ফুলে কলাগাছ হচ্ছে।’ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি এমন মন্তব্য করেন।

শামারুহ মির্জা লিখেছেন, ‘আমি যখন আমার বাবার সঙ্গে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলতো না! শুধু বলতো ছেলেগুলোর কথা, কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ! কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলে গুলো জীবন শেষ করে আন্দোলন করলো, বিয়ে করেনি, অনেকে পড়াশুনা ঠিক করে করেনি! ফেরার সময় আম্মুকে বলতো, কিছু টাকা দিয়ে যেও! সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করতো!’

তিনি আরও লিখেছেন, ‘পনেরো বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে অঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা?’

শামারুহ মির্জা সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘আজকে কিছু কথা বলি, ভাই ও বোনেরা, তোমরা যারা গত ১৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছ, মার খেয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাব! এখন নিজের জীবন নিজের দেশ গড়ার সময়! কে কী করলো, কে কী বললো, না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেয়ো না! এই ভাই ওই ভাইয়ের পিছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো! না, কাউকে মাইর দেয়া তোমার কাজ না! ইউ হ্যাভ ডান ইট এনাফ! গণঅভুত্থানের সরকার নিজেকে সামলাক!’

তিনি বলেন, ‘লাইফে সবচেয়ে জরুরি হলো ঈমান আর স্ট্রাটেজি! তুমি যখন আত্মবিশ্বাসী হবে, রাজনীতিও সোজা হবে! তাতেই দলের সবচেয়ে উপকার হবে!’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD

Ad