ভারমুক্ত হলেন তামিম-মাশরাফি

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক টি–টোয়েন্টির কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ শূন্য রানের লজ্জার রেকর্ডে এতদিন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার আন্দ্রে ফ্লেচার, জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটার রেজিস চাকাভার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান ওপেনার তানজিদ হাসান তামিম। সেই লজ্জার রেকর্ড থেকে এবার তাদেরকে মুক্তি দিয়েছেন পাকিস্তানের তরুণ ব্যাটার সাইম আইয়ুব।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনালে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাইম আইয়ুব। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদী হাসানের বলে মিড অনের মাথার ওপর দিয়ে শট খেলতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন তিনি। আউট হন ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই। এবারের এশিয়া কাপে এ নিয়ে চতুর্থবার শূন্য রানে আউট হলেন সাইম।
২০০৯ টি–টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, ২০১৬ সালের টি–টোয়েন্টি এশিয়া কাপে মাশরাফি, ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের রেজিস চাকাভা, ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে তানজিদ —এরা সবাই এক টুর্নামেন্টে ৩ বার করে শূন্য রানে আউট হয়েছিলেন। এত দিন এ রেকর্ডের ভাগীদার ছিলেন তারা। এবার সবাইকে পেছনে ফেলে একাই শীর্ষে উঠে গেলেন ২৩ বছর বয়সী সাইম আইয়ুব।
আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন সাইমের দখলে। শুধু তাই নয়, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এ নিয়ে তার শূন্য রানের সংখ্যা দাঁড়াল ৯। পাকিস্তানের হয়ে তার ওপরে আছেন কেবল উমর আকমল, যিনি ৭৯ ইনিংসে ১০ বার শূন্য রানে আউট হয়েছেন। সাইম খেলেছেন মাত্র ৪৫ ইনিংস, তাতেই শহীদ আফ্রিদিকে (৮ বার শূন্য) টপকে গেছেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য