ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯:২৯

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলকে দখল করতে দেব না। জনসমক্ষে প্রথমবারের মতো এমনটাই ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব ও মুসলিম নেতাদের আশ্বস্ত করে ট্রাম্প জানান গাজা যুদ্ধ নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তার এই ভাষণের আগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না… এটা কোনোভাবেই ঘটবে না।’

ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার নেতানিয়াহুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৃহস্পতিবার তিনি আরও জানান, গাজা নিয়ে সমঝোতার ‘প্রায় কাছাকাছি’ পৌঁছে গেছি।

মূলত গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরে দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ইহুদিবাদী দেশ ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্র দেশগুলো একের পর এক আনুষ্ঠানিকভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের ডানপন্থি জোটের উগ্র জাতীয়তাবাদীরা পশ্চিম তীর দখলকেই স্থায়ী সমাধান হিসেবে দেখছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য