সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত
ছবি: সংগৃহীত
সিলেট আঞ্চলিক সড়কের শান্তিগঞ্জে পিকআপ ও সিএনজির সংঘর্ষে স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলার বাঘেরকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিএনজি চালক জীবনন্দ, আনামিকা এবং তাঁর মেয়ে শহরের এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা। তাঁরা সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ও নবীনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে লাশ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জামিল মিয়াসহ এলাকাবাসী জানান, সকালে সুনামগঞ্জ জেলা শহর থেকে সিএনজিতে করে হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন আনামিকা ও তাঁর মেয়ে প্রথমা। সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত একজনকে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এদিকে পিকআপটি সড়কের পাশে খালে পড়ে যাওয়ায়, সেখানে কোনো মানুষ আছে কি না, তা জানার জন্য উদ্ধারকাজ চলছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য