বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
ছবি: সংগৃহীত
দুবাইয়ে এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনাল ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে ১১ রানে হারিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। শেষদিকে তাকে সঙ্গ দেন মোহাম্মদ নাওয়াজ (২৫)।
বাংলাদেশি বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করেন। ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদ ফিরিয়ে দেন সাহিবজাদা ফারহানকে (৪)। এরপর সাইম আয়ুবও রানের খাতা খুলতে পারেননি শেখ মেহেদির বলে। ফখর জামান (১৩), সালমান আলি আগা (১৯) ও হুসেইন তালাত (৩) দ্রুত ফিরলে চাপে পড়ে পাকিস্তান।
মাঝপথে শাহিন আফ্রিদি ১৩ বলে ১৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। তবে শেষ পর্যন্ত হারিস ও নাওয়াজের ব্যাটে দলটি দেড়শর কাছাকাছি পৌঁছাতে পারে।
বাংলাদেশের হয়ে সেরা বোলার তাসকিন আহমেদ ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন পেয়েছেন দুটি করে উইকেট।
জবাবে ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। শাহীন শাহ আফ্রিদির বলে পুল করতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার পারভেজ ইমন। এরপর সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ব্যাটে প্রতিরোধের আভাস পাওয়া গেলেও দুইজনেই সাজঘরে ফিরে যান অল্প সময়ের ব্যবধানে।
ক্রিজে নেমে প্রতিরোধ গড়েন দলে ফেরা নুরুল হাসান সোহান ও শামীম পাটোয়ারী। তবে তারাও বেশিক্ষণ টিকতে পারেননি। শামীম ৩০ রানে ফিরলে ম্যাচ জয়ের আশাও নিভে যায় বাংলাদেশের। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন তিনি।
২৮ সেপ্টেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য