
টি টোয়েন্টিতে অন্যরকম মাইলফলক স্পর্শ করলেন তাসকিন

এবার বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা তাসকিন আহমেদ যোগ করলেন নতুন পালক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের প্রথম ওভারেই এই কীর্তি গড়েন ডানহাতি এই পেসার।
সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান তাসকিন। প্রথম দুই বল ডট করার পর তৃতীয় বলে চার খেয়েছিলেন তিনি। তবে চতুর্থ বলেই ফারহান পয়েন্টে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন। এভাবেই দেশের জার্সিতে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে শত উইকেটের কীর্তি গড়লেন তাসকিন।
এর আগে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এই মাইলফলক ছুঁয়েছিলেন। তালিকার শীর্ষে রয়েছেন মুস্তাফিজ, যিনি ১১৯ ম্যাচে নিয়েছেন ১৫০ উইকেট। সাকিবের সংগ্রহ ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট। আর তাসকিন মাত্র ৮২ ম্যাচেই ছুঁলেন একশ উইকেট।
বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজের ওপরে আছেন কেবল দু’জন। আফগানিস্তানের রশিদ খান (১০৩ ম্যাচে ১৭৩ উইকেট) এবং নিউজিল্যান্ডের সাবেক তারকা টিম সাউদি (১২৬ ম্যাচে ১৬৪ উইকেট)। অর্থাৎ সামনে মুস্তাফিজের হাতেই রয়েছে দ্বিতীয় স্থানে ওঠার সুবর্ণ সুযোগ।
এশিয়া কাপে আগের ম্যাচগুলোতেই শত উইকেটের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন তাসকিন। নেদারল্যান্ডসের বিপক্ষে ২, হংকংয়ের বিপক্ষে ২, আফগানিস্তানের বিপক্ষে ২ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে এসে পূর্ণ করলেন কাঙ্ক্ষিত একশ।
সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংস শেষে তাসকিনের ঝুলিতে জমা হয়েছে মোট ১০২ উইকেট। এদিন তিনি ২৮ রান খরচায় তুলে নেন ৩ উইকেট।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য