পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে না: আমান
ছবি: সংগৃহীত
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলা আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমান উল্লাহ আমান বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে। এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। কোনোভাবে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হবে না।
তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু দেশের মানুষ এখন ও তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার হবে। আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
তিনি আরও বলেন, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। আগামী সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নির্বাচন করবেন। আপনাদের হাতে আমি ব্যারিস্টার অমিকে তুলে দিলাম।
আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির নেতা মাসুদ রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শামীম উদ্দিন, আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. খায়রুল আমীন প্রমুখ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য