ভিশনের এসি বিস্ফোরণে মারা গেলেন তুহিন, আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী-সন্তান
ফাইল ছবি
বাংলাদেশে প্রায়ই এসি বিস্ফোরণের খবর শোনা যায়। বাসা কিংবা অফিসে হঠাৎ বিস্ফোরিত হয়ে দাউদাউ করে জ্বলে উঠছে ইলেকট্রনিক যন্ত্রটি।
এবার রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় ‘ভিশন’ ব্র্যান্ডের একটি এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন একজন মারা গেছেন। তার নাম তুহিন হোসেন (৩৮)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, তুহিনের শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে এইচডিইউতে রাখা হয়েছিল। সেখানেই মারা গেছেন তিনি। এদিকে, তুহিনের স্ত্রী ইভা ৮ শতাংশ, দুই ছেলে তাওহীদ ১৫ শতাংশ এবং তানভীর ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বাড়ির সাত তলায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)।
এ বিষয়ে নিহত তুহিনের ভাই জানান, বাসায় পরিবারটির ওই এই চার সদস্য থাকেন। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন আর তার স্ত্রী গৃহিণী। শুক্রবার রাতে তারা যখন ঘুমিয়ে ছিলেন তখন বাসার এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা চারজনই পুড়ে যান। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করেন।
কয়েকিদন আগে এসিটি সার্ভিসিংয়ের পরেও এমন বিস্ফোরণের ঘটনা তাদেরকে হতবাক করেছে তুহিনের পরিবারকে। এ ঘটনায় ‘ভিশন’ ব্র্যান্ডের শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ভিশনের এসি বিস্ফোরনের বিষয়ে জানতে প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার- পাবলিক রিলেশন তৌহিদুজ্জামানের ফোনে একাধিকবার ফোন করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বিস্ফোরিত এয়ার কন্ডিশনারটি দেশের অন্যতম বৃহৎ প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের ‘ভিশন’ ব্র্যান্ডের এসি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য