বিপিএল বাদ দিয়ে বিগব্যাশ খেলবেন রিশাদ
ছবি: সংগৃহীত
এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে খেলবেন না রিশাদ হোসেন। এই টুর্নামেন্টে না খেলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন তিনি। ক্যারিয়ারের উন্নতির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন এই লেগস্পিনার। তার চাওয়ার প্রেক্ষিতে বিগ ব্যাশের পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি।
বিগব্যাশের সবশেষ মৌসুমেও রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেনস। কিন্তু বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএল থাকায় রিশাদকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবে বিগ ব্যাশের আগামী মৌসুমের জন্যও রিশাদের ওপর ভরসা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন দল হোবার্ট। দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে থাকা রিকি পন্টিংয়ের পরামর্শেই মূলত তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে সংশয় ছিল বিপিএলের আগামী মৌসুমের সঙ্গে বিগব্যাশের সময়সূচীর সংঘর্ষের কারণে রিশাদের খেলা হবে কি না। তবে এখন বিপিএল আয়োজনই ঘোর অনিশ্চয়তায়, কারণ আইএমজির সঙ্গে চুক্তি হবার পর কোন অগ্রগতি নেই। ফ্র্যাঞ্চাইজি নিলাম, প্লেয়ার্স ড্রাফট, সূচি-কিছুই হয়নি বিপিএলের। তাই তো রিশাদ বিগব্যাশ খেলার দরজাটা খোলা রাখতে চেয়েছিলেন। যার গ্রিন সিগন্যাল দিয়েছে বিসিবি।
প্রসঙ্গত, বিগ ব্যাশ শুরু হবে ডিসেম্বরের ১৫ তারিখ থেকে, শেষ হবে ২১ জানুয়ারি। জাতীয় দলে আলো ছড়ানো রিশাদ ভালো করেছেন সবশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল), লাহোর কালান্দার্সের জার্সিতে। হোবার্টের জার্সিতেও ভালো করুক, এটাই চাওয়া সমর্থকদের।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য